কুরআন শিক্ষা

কুরআন শিক্ষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা আমরা সবাই জানি । আমাদের নিজেদেরকে এবং আমাদের নতুন প্রজন্মকে কুরআনের আলকে আলোকিত করার জন্য ABAI কুরআন শিক্ষার আয়োজন করেছে । আপনি নিজে অথবা আপনার সন্তানকে সহি শুদ্ধ ভাবে কুরআন শিক্ষার জন্য আমাদের কুরআন শিক্ষা ক্লাসে জুগদান করতে পারেন ।
আমাদের ক্লাস প্রতি সপ্তাহে একদিন হবে ইন শা আলাহ। আপাতত আমরা প্রতি বুধবার রাত ৮ঃ৩০ টার সময়  ক্লাস শুরু করব ।  পরবর্তীতে শিক্ষারতিদের শুভিদেরতে সময় পরিবর্তন করাজেতে পারে। আপাতত ক্লাস জুম এর মাধ্যমে অনলাইনে হবে । জুম এর লিঙ্ক রেজিস্ট্রেশান করা শিক্ষাত্রিদের কাছে পাঠান হবে। 

বিস্তারিত জানতে ক্লিক করুন : https://abai.ie/learn-quran/

Translate »