“তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি সেই, যে নিজে কুরআন শিখে ও অপরকে শিক্ষা দেয়।
[সহীহ বুখারি]
عن عثمان بن عفان رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: خَيرُكُم من تعلَّمَ القرآنَ وعلَّمَهُ
উসমান ইবন আফ্ফান রাদিয়াল্লাহু আনহু সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন-
اقْرَؤُوا الْقُرْآنَ فَإِنّهُ يَأْتِي يَوْمَ الْقِيَامَةِ شَفِيعًا لأَصْحَابِهِ.
তোমরা কুরআন পড়। কেননা কিয়ামতের দিন কুরআন তার ‘ছাহিবের’ জন্য সুপারিশ করবে। -সহীহ মুসলিম, হাদীস ৮০৪
কুরআন শিক্ষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা আমরা সবাই জানি । আমাদের নিজেদেরকে এবং আমাদের নতুন প্রজন্মকে কুরআনের আলকে আলোকিত করার জন্য ABAI কুরআন শিক্ষার আয়োজন করেছে । আপনি নিজে অথবা আপনার সন্তানকে সহি শুদ্ধভাবে কুরআন শিক্ষার জন্য আমাদের কুরআন শিক্ষা ক্লাসে যোগদান করতে পারেন ।
আমাদের ক্লাস প্রতি সপ্তাহে একদিন হবে ইন শা আল্লাহ। আপাতত আমরা প্রতি বুধবার রাত ৮ঃ৩০ টার সময় ক্লাস শুরু করব । পরবর্তীতে শিক্ষার্থীদের সুবিধার্থে সময় পরিবর্তন করা যেতে পারে। আপাতত ক্লাস জুম এর মাধ্যমে অনলাইনে হবে । জুম এর লিঙ্ক রেজিস্ট্রেশন করা শিক্ষার্থীদের কাছে পাঠান হবে।
আমাদের কুরআন ক্লাস এর শিক্ষকে আপনারা অনেকে চিনেন। উনি অনেকদিন যাবত আমাদের সমাজে কুরআন শিক্ষা দিয়ে আসছেন । উনার অনেকদিনের অভিজ্ঞতা আছে কুরআন প্রশিক্ষণের । উনার নাম মুহতারাম আমির আলী । Dublin বাসী অনেকেই তাঁর কাছে কুরআন এর সবক নিয়েছেন । আশাকরি এখন পুর Ireland এর মানুষ তাঁর কুরআন শিক্ষার সুফল পাবে । আল্লাহ আমাদের এই উদ্যোগের মধ্যে বরকত দিন এবং আমাদেরকে সহি শুদ্ধ ভাবে কুরআন তিলাওয়াত করার তওফিক দান করুন। আমিন
কুরআন শিক্ষা ক্লাস সম্পূর্ণ বিনামূল্যে পরিচালিত হবে ইন শা আল্লাহ