“তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি সেই, যে নিজে কুরআন শিখে ও অপরকে শিক্ষা দেয়।

[সহীহ বুখারি]

عن عثمان بن عفان رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: خَيرُكُم من تعلَّمَ القرآنَ وعلَّمَهُ

উসমান ইবন আফ্ফান রাদিয়াল্লাহু আনহু সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন-

اقْرَؤُوا الْقُرْآنَ فَإِنّهُ يَأْتِي يَوْمَ الْقِيَامَةِ شَفِيعًا لأَصْحَابِهِ.

তোমরা কুরআন পড়। কেননা কিয়ামতের দিন কুরআন তার ছাহিবের’ জন্য সুপারিশ করবে। -সহীহ মুসলিমহাদীস ৮০৪

কুরআন শিক্ষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা আমরা সবাই জানি । আমাদের নিজেদেরকে এবং আমাদের নতুন প্রজন্মকে কুরআনের আলকে আলোকিত করার জন্য ABAI কুরআন শিক্ষার আয়োজন করেছে । আপনি নিজে অথবা আপনার সন্তানকে সহি শুদ্ধভাবে কুরআন শিক্ষার জন্য আমাদের কুরআন শিক্ষা ক্লাসে যোগদান করতে পারেন ।

আমাদের ক্লাস প্রতি সপ্তাহে একদিন হবে ইন শা আল্লাহ। আপাতত আমরা প্রতি বুধবার রাত ৮ঃ৩০ টার সময়  ক্লাস শুরু করব ।  পরবর্তীতে শিক্ষার্থীদের সুবিধার্থে সময় পরিবর্তন করা যেতে পারে। আপাতত ক্লাস জুম এর মাধ্যমে অনলাইনে হবে । জুম এর লিঙ্ক রেজিস্ট্রেশন করা শিক্ষার্থীদের কাছে পাঠান হবে।

আমাদের কুরআন ক্লাস এর শিক্ষকে আপনারা অনেকে চিনেন। উনি অনেকদিন যাবত আমাদের সমাজে কুরআন শিক্ষা দিয়ে আসছেন । উনার অনেকদিনের অভিজ্ঞতা আছে কুরআন প্রশিক্ষণের । উনার নাম মুহতারাম আমির আলী । Dublin বাসী অনেকেই তাঁর কাছে কুরআন এর সবক নিয়েছেন । আশাকরি এখন পুর Ireland এর মানুষ তাঁর কুরআন শিক্ষার সুফল পাবে । আল্লাহ আমাদের এই উদ্যোগের মধ্যে বরকত দিন এবং আমাদেরকে সহি শুদ্ধ ভাবে কুরআন তিলাওয়াত করার তওফিক দান করুন। আমিন

কুরআন শিক্ষা ক্লাস সম্পূর্ণ বিনামূল্যে পরিচালিত হবে ইন শা আল্লাহ

আমাদের কুরআন শিক্ষা ক্লাসে রেজিস্ট্রেশন এর জন্য নিম্নের ফরমটি পুরন করুন

    By submitting this form, you are giving the consent to use your information where ABAI thinks appropriate.

    All the lessons are listed below

    Lesson -1

    মাখরাজ (Makhraj)

    Lesson -2

    মাখরাজ (Makhraj)

    Lesson -3

    মাখরাজ (Makhraj)

    Lesson -4

    মাখরাজ (Makhraj)
    Translate »