বিজয় দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

মহান বিজয় দিবস উপলক্ষে ABAI এর পক্ষথেকে আমাদের ছোট্ট সোনামনিদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।  আয়ারল্যান্ড এ বসবাসরত সকল বাংলাদেশী বাচ্চারা উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে।  

প্রতিযোগিতার কিছু শর্ত আছে উক্ত শর্ত মেনে সবাই নিম্নউক্ত ফর্ম এর মাদ্ধমে বাচ্চাদের অংকিত ছবি জমা দিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন।


প্রতিযোগিতার শর্তাবলী নিচে দেওয়া হলো : 

  • প্রতিযোগীর বয়স সর্বোচ্চ ১০ বছর এবং প্রতিযোগীকে নিজের ছবি নিজেকেই আঁকতে হবে 
  • একজন সর্বোচ্চ একটা ছবি জমা দিতে পারবে
  • একের অধিক ছবি জমা দিলে প্রথম ছবিটি গ্রহণ করে বাকিগুলো বাতিল করা হবে 
  • ছবি একে তা অনলাইনে জমা দিতে হবে, ছবি জমা দেওয়ার শেষ তারিখ ৫ ডিসেম্বর 
  • বিচারকদের রায়ে সেরা দশ জনকে ১৬ ডিসেম্বর অনুষ্ঠানের দিন চিত্রাঙ্কন করতে আহ্বান করা হবে । ওই দিনের আকা ছবি থেকে বিচারকরা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্ধারণ করবেন
  • বিজয় দিবসের অনুষ্ঠানস্থল: 17B Liosban,Tuam Road,Galway,H91FW13
  • অংশগ্রহণকারী সবাইকে সনদ ও পুরস্কার প্রদান করা হবে
  • বিচারকদের রায় চূড়ান্ত বলে গণ্য হবে 

প্রতিযোগিতা যারা বিচারক হিসেবে থাকবে তার হলেন : 
  • ডঃ জাকিয়া রহমান
  • ডাঃ মুশাব্বির হুসাইন
  • জেবুন নাহার
Translate »