অল বাংলাদেশী এসোসিয়েশন অব আয়ারল্যান্ড এর একটি প্রতিনিধি দল, আইরিশ Minister for Justice Helen McEntee এর সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে মিলত হন।
বৈঠকটি অনুষ্ঠিত হয় আইরিশ পার্লামেন্ট ভবনে, ০৮ ডিসেম্বর ২০২৩ তারিখে।
বৈঠকে উপস্থিত প্রতিনিধি দলের সদস্যবৃন্দ হলেন –
সভাপতি জনাব জিন্নুরাইন জায়গিরদার
মহাসচিব জনাব আনোয়ারুল হক আনোয়ার
সহ সভাপতি জনাব আজিজুর রহমান মাসুদ
সহসভাপতি জনাব মনিরুল ইসলাম মনির
সাংগঠনিক সচিব জনাব ইমজামামুল হক জুয়েল
বৈঠকে অনেক গুলো গুরুত্বপূর্ণ বিষয়ে কথা হয় , তন্মধ্যে উল্লেখযোগ্য ছিল –
# আনডকুমেন্টারী প্রবাসী বাংলাদেশীদের ব্যাপারে আলোচনা ।
# ভিসা জটিলতা নিরসনে আলোচনা ।
# প্রবাসীদের চাকুরী এবং ব্যবসা সংক্রান্ত আলোচনা ।
আইরিশ পার্লামেন্ট ভবনে প্রতিনিধি দলের সাথে উপস্থিত ছিলেন কাউন্সিলর জনাব মোস্তাক আহমেদ ইমন এবং আয়ারল্যান্ড সময় টিভি প্রতিনিধি জনাব সৈয়দ জুয়েল ।